প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2025 ইং
তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হন। দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেও কলেজ মোড় থেকে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে বিশাল র্যালি বের করা হয়। শোডাউনটি আক্কেলপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করে।
শোডাউনে অংশ নেন জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেলসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার নেতাকর্মীরা।
নেতাদের দাবি, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনমনে পৌঁছে দেওয়া এবং দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন,
দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় হওয়ার এখনই সময়। জনগণের সমর্থনে ধানের শীষ বিজয়ী হবে— এমন বিশ্বাসও ব্যক্ত করেন তারা।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫